সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুরে সংস্কৃতি কর্মীদের মানববন্ধন

সংস্কৃতি কর্মীদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরসহ সারাদেশে লাগাতার নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ৬ অক্টোবর জামালপুর শহরের দয়াময়ী মোড়ে সংস্কৃতি কর্মীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জামালপুর জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আলী ইমাম দুলাল, নাট্যকর্মী শাহীন রহমান, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, সাংবাদিক শরীফ, জেলা ব্র্যাক প্রতিনিধি মনির হুসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী এমআরআই রাসেল।

মানববন্ধন আয়োজন করে জামালপুরের সকল পর্যায়ের সংস্কৃতি কর্মীবৃন্দ।

sarkar furniture Ad
Green House Ad