জামালপুরে জন্ম নিবন্ধন দিবস পালিত

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘নাগরিক অধিকার করতে সংরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যের আলোকে ৬ অক্টোবর জামালপুরে পালিত হয় জাতীয় জন্ম নিবন্ধন দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হুসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ।

আলোচকরা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী, শিশু নির্যাতন প্রতিরোধসহ জীবন ও জীবিকার জন্য জন্ম নিবন্ধন এখন অনিবার্য বাস্তবতা। নির্ভুল জন্ম নিবন্ধন মানুষের অধিকার। সরকারী কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিওসহ শতভাগ জন্মনিবন্ধনে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।

sarkar furniture Ad
Green House Ad