কমছে প্রধান সব নদ নদীর পানি

বাংলারচিঠিডটকম ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকতা ছাড়া প্রধান সব নদ নদীর পানি কমছে,যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ২৮টি, হ্রাস পেয়েছে, ৬৭টি, অপরিবর্তিত আছে ৬টির, বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৫টি এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৫টি।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জকিগঞ্জে ৬৪ মিলিমিটার, মহাদেবপুর ৫৫ মিলিমিটার ও মনু রেলওয়ে ব্রীজ ৫০ মিলিমিটার।

sarkar furniture Ad
Green House Ad