শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর দুপুরে ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শারমিন রহমান অমি, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহারসহ আরও অনেকে।

এবার শেরপুরে ১ হাজার ৩৪৬টি কেন্দ্রে ৬-১১ মাসের ২২ হাজার ৮২৪ জন, ১২-৫৯ মাসের ১ লাখ ৭৯ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

sarkar furniture Ad
Green House Ad