জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

যুদ্ধাপরাধী, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সন্ধ্যায় শহরের মহিলা কলেজ সংলগ্ন মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। প্রধান বক্তার বক্তব্য রাখনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক সিদ্দিকী বাবু প্রমুখ।

এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটাসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আজাদ মোল্লা ও শরিফুল হাসান সুমন।

২য় অধিবেশনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে তিনজন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সকল সম্মেলন শেষে একসাথে প্রকাশ করা হবে বলে পৌর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

sarkar furniture Ad
Green House Ad