ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণ রোধে জগ লাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু সরিষাবাড়ীতে পিটিয়ে বাগডাশ হত্যা মেলান্দহে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন আশেক মাহমুদ কলেজ পুকুরে এক ছাত্রের মৃত্যু

দেওয়ানগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন

সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি অর্থ বছরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের পীরবাড়ি থেকে মন্ডল বাজার সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন জানান, জামালপুর জেলার ৭টি উপজেলায় মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কাজ একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বন্যায় জামালপুরের ৭টি উপজেলায় সড়ক এবং সেতু কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫০০ কোটি টাকা। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সে অনুযায়ী জামালপুরে চলতি অর্থবছর গ্রামীণ সড়ক, সেতু কালভার্টের রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থায়নে ৯৪ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৪০টি সেতু কালভার্ট মেরামত করা হবে।

তিনি আরও জানান, এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলজিএস কর্মী দিয়ে মোট ২১২ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের কার্যক্রম মুজিববর্ষের অঙ্গীকার হিসাবে নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা ও উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা

দেওয়ানগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৮:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি অর্থ বছরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের পীরবাড়ি থেকে মন্ডল বাজার সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন জানান, জামালপুর জেলার ৭টি উপজেলায় মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কাজ একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বন্যায় জামালপুরের ৭টি উপজেলায় সড়ক এবং সেতু কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫০০ কোটি টাকা। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সে অনুযায়ী জামালপুরে চলতি অর্থবছর গ্রামীণ সড়ক, সেতু কালভার্টের রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থায়নে ৯৪ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৪০টি সেতু কালভার্ট মেরামত করা হবে।

তিনি আরও জানান, এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলজিএস কর্মী দিয়ে মোট ২১২ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের কার্যক্রম মুজিববর্ষের অঙ্গীকার হিসাবে নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা ও উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।