ইসলামপুরে ৫০টি ইয়াবাসহ মাদক কারবারি আটক

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ৩০ সেপ্টেম্বর ৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় অভিযান চালান।
এ সময় বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পূর্ব বলিয়াদহ গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদকে (৫০) আটক করা হয়। তার কাছে ৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।