মেলান্দহে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডাকাতিলিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের বীর হাতিজা গ্রামে প্রবাসী মেছের মোল্লার বাড়িতে ডাকাতি হয়েছে।

মেছের মোল্লা বলেন, আমি বিদেশ থেকে এসেছি পাঁচদিন হলো। ২৭ সেপ্টেম্বর আনুমানিক রাত তিনটার দিকে একদল ডাকাত কলাপসিবল গেট (গোটানোযোগ্য দরজা) ভেঙ্গে বাড়িতে ঢুকে। তারা আমাকে ও আমার স্ত্রীর হাত পা বেঁধে কক্ষের দরজা ভেঙ্গে ৭ লাখ ৯০ হাজার টাকা, ১৬ ভরি সোনার গয়না, চারটি মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী দাস, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও মেলান্দহ সার্কেলের এএসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

sarkar furniture Ad
Green House Ad