পাররামরামপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান রুহুল আমীন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন। এ কমিটি অনুমোদন দিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউ-১ অধিশাখা উপসচিব মোহাম্মদ ইফতেখার আহামেদ চৌধুরী ।
জানা গেছে, স্বারক নং ৪৬.০০.৩৯.০০.২৭.৯৯.০০২২০২০ স্বারক নং ৪৮১ জামালপুর জেলা প্রশাসকের প্রস্তাব মোতাবেক দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩ (৫) ধারা বিধান অনুযায়ী প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
এছাড়াও এ কমিটিতে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান পদে রয়েছেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মজিমে বেগম, ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান পদে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড সদস্য ফুল চাঁন।