শেরপুরে গণশৌচাগারে ধর্ষকদের ছবি সাঁটিয়ে ছাত্রলীগের অভিনব প্রতিবাদ

শেরপুরে গণশৌচাগারে ধর্ষকদের ছবি লাগিয়ে ছাত্রলীগের প্রতিবাদ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটের এমসি কলেজ হোস্টেলে ধর্ষণের ঘটনায় ঘৃণা জানাতে শেরপুর পৌর এলাকার গণশৌচারগুলোতে ধর্ষকদের ছবি সাঁটিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ শুরু করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন প্রতিবাদ সাধারণ মানুষদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধর্ষক ওইসব নিকৃষ্ট জানোয়ারদের ছবি শহরের সকল গণশৌচার এবং ডাস্টবিনে লাগিয়ে দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর জেলার অন্যান্য শহরের শৌচাগারগুলোতেও লাগানো হচ্ছে।

জাতির এই কুলাঙ্গার সন্তানদের ছবি এর চাইতে আর ভাল স্থানে থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

sarkar furniture Ad
Green House Ad