ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি, যমুনা নদীর পানি স্থিতিশীল

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে।

পরবর্তী ২৪ ঘন্টায় গঙ্গা-যমুনা উভয় নদীর পানি বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে,যা পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল,উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন আসাম , মেঘালয় এবং দার্জিলিং অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।ফলে দেশের উত্তরাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রধান সব নদীর পানি বৃদ্ধি পেতে পাওে এবং পরবর্তীতে তা অব্যাহত থাকতে পারে।এদিকে,ধরলা নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৫৫ টি’তে,হাস পেয়েছে ৪৪ টি।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,পঞ্চগড় ১৫৫ মিলিমিটার,গাইবান্ধ্যা ১৬৫ মিলিমিটার,রংপুর ৯৫ মিলিমিটার,চিলমারী ৯৫ মিলিমিটার ।