সাংবাদিক গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকী আজ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক সাংবাদিক গোলাম হাফিজ বকুলের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ইসলামপুর কর্মরত সাংবাদিকরা মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কবি ও সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান। তিনি ২০০৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্পসহ সমাজে অনেক অবদান রেখে গেছেন।

sarkar furniture Ad
Green House Ad