বকশীগঞ্জ ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাষক আশরাফ হোসেনের সঞ্চালনায় কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আবদুল্লাহ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মমিনুল ইসলাম, হিসাব রক্ষক হুমায়ুন কবির।
সম্প্রতি প্রশাসন ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং নবাগত ইউএনও হিসেবে বিসিএস (প্রশাসন) ৩৩ ব্যাচের কর্মকর্তা কৃষিবিদ মুন মুন জাহান লিজাকে বকশীগঞ্জে পদায়ন করা হয়েছে।