করোনামুক্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিএমএইচ-এ চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জামাতা সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জাতীয় বার্তা সংস্থা বাসসকে ২০ সেপ্টেম্বর এ কথা জানান।

তিনি বলেন, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউ’তে নেয়া হয়। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। তিনি শারিরীক দুর্বলতা বোধ করছেন। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের পূর্ণ সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার জামাতা আইনজীবী শেখ রিয়াজুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, হাসাপাতালে অবস্থানরত অ্যাটর্নি জেনারেলের স্বজনদের কাছ থেকে ওনার স্বাস্থ্যের খবর নিয়মিত রাখছি।

sarkar furniture Ad
Green House Ad