মামিজা রহমান রায়ার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মামিজা রহমান রায়ার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ সেপ্টেম্বরের রায়ার বিকেলটা ছিল অন্য ধরনের। সম্ভবত তার জীবনের শ্রেষ্ঠ বিকেল। কারণ এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কল করেন রায়াকে। তার সঙ্গে গল্প করে তার ইচ্ছা পূরণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে মামিজা রহমান রায়া প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়। আর এজন্য প্রতিদিন অপেক্ষায়ও থাকে সে।

ভিডিও প্রকাশের এক দিনের মাথায় ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিজে ভিডিও কল করেন রায়াকে। তার সঙ্গে গল্প করেন। শুনেন রায়ার কবিতা আবৃত্তি। রায়ার গাওয়া জাতীয় সংগীতে কণ্ঠও মিলান প্রধানমন্ত্রী।

sarkar furniture Ad
Green House Ad