ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ ঢাকা ও বেইজিং ৯ চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দেশকে কারবালায় পরিণত করেছিল : রিজভী লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন বেগম খালেদা জিয়া ভূমিকম্পে থাইল্যান্ডে ভবন ধসে অন্তত ৩ জনের মৃত্যু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন অস্ত্র ‘রিং পার্টিকেল অ্যাক্সিলারেটর’ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও উয়েফার তদন্তের মুখে পড়তে যাচ্ছেন এমবাপ্পে, ভিনিসিয়াস চরআমখাওয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ

ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে অবৈধভাবে স্থাপিত বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের বিধিনিষেধের কোন তোয়াক্কা না করেই অন্তত ৪০টি ছোটবড় টিনের দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে বাজার পরিচালনা করে আসছিল। এর আগেও বেশ কয়েকবার এই বাজারটি উচ্ছেদ করে জামালপুর সদর উপজেলা প্রশাসন সেখানে ‘কৃষকের বাজার’ সাইনবোর্ড লিখে প্রতিদিন সকালে একবেলা খোলাস্থানে কৃষিপণ্য শাক-সবজি ও মাছ বিক্রির অনুমতি দিয়েছিল।

কিন্তু কিছুদিন সেভাবে চললেও প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় কতিপয় ব্যবসায়ী সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে বাজার বসায়। এ নিয়ে ফের জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় বাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি ও পরামর্শ আসে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ১৬ সেপ্টেম্বর দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারের অন্তত ৪০টি দোকান ঘরের স্থাপনা ভেঙে দিয়ে বাজারটি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

এ সময় সবজি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে প্রতিদিন সকালে একঘন্টা সময় করে খোলাস্থানে অস্থায়ী ও ভাসমান ‘কৃষকের বাজার’ বসানোর অনুমতি দিয়েছেন নির্বাহী হাকিম।

নির্বাহী হাকিম মাহমুদা বেগম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে জমি দখল করে অবৈধভাবে স্থাপিত বাজারের সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শর্ত সাপেক্ষে সেখানে সকালবেলা এক ঘন্টা সময় ধরে কৃষকের বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ

আপডেট সময় ০৮:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
ফৌজদারি মোড়ে ব্রহ্মপুত্র নদের বাজার উচ্ছেদ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে অবৈধভাবে স্থাপিত বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের বিধিনিষেধের কোন তোয়াক্কা না করেই অন্তত ৪০টি ছোটবড় টিনের দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে বাজার পরিচালনা করে আসছিল। এর আগেও বেশ কয়েকবার এই বাজারটি উচ্ছেদ করে জামালপুর সদর উপজেলা প্রশাসন সেখানে ‘কৃষকের বাজার’ সাইনবোর্ড লিখে প্রতিদিন সকালে একবেলা খোলাস্থানে কৃষিপণ্য শাক-সবজি ও মাছ বিক্রির অনুমতি দিয়েছিল।

কিন্তু কিছুদিন সেভাবে চললেও প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় কতিপয় ব্যবসায়ী সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে বাজার বসায়। এ নিয়ে ফের জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় বাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি ও পরামর্শ আসে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ১৬ সেপ্টেম্বর দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারের অন্তত ৪০টি দোকান ঘরের স্থাপনা ভেঙে দিয়ে বাজারটি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

এ সময় সবজি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে প্রতিদিন সকালে একঘন্টা সময় করে খোলাস্থানে অস্থায়ী ও ভাসমান ‘কৃষকের বাজার’ বসানোর অনুমতি দিয়েছেন নির্বাহী হাকিম।

নির্বাহী হাকিম মাহমুদা বেগম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে জমি দখল করে অবৈধভাবে স্থাপিত বাজারের সমস্ত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শর্ত সাপেক্ষে সেখানে সকালবেলা এক ঘন্টা সময় ধরে কৃষকের বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।