ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের বালিয়ামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া (৫) মোহাম্মাদ আলীর মেয়ে এবং আকবর (৬) কবির আলীর ছেলে।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর বিকালে ওই দুই শিশু খেলার ছলে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এসময় স্থানীয়রা পুকুরে দুই শিশুর ভাসমান দেহ দেখতে পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

চর গোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

sarkar furniture Ad
Green House Ad