দেওয়ানগঞ্জ পৌর শহরে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের কাজ শুরু

পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দুপুরে পৌর শহরের ডালবাড়ী এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পৌরবাসী বিশুদ্ধ পানির অভাবে সমস্যার সম্মুখিন হচ্ছিল। সমস্যা সমাধানের লক্ষ্যে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট কাজের উদ্বোধন করা হয়।

পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান তমাল, পৌরসভা প্রকৌশলী মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য দিদার পাশা, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ও কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মুহাম্মদ লিটু, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল।

কাজটি সম্পন্ন করবে মেসার্স শরীফ এন্ড সন্স এন্টার প্রাইজ।