জামালপুর পৌরসভায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ শুরু

উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার মালগুদাম রোড থেকে ভোকেশনাল মোড় পর্যন্ত ও বামুনপাড়া বটতলা থেকে জহুরুল ফিসারি মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

জানা যায়, দুটি রাস্তার নির্মাণ কাজ প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে আলম কন্সট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটর সুশান্ত চক্রবর্তী মিঠু এ কাজ করছেন।

নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদারসহ অন্যান্য কাউন্সিলর ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। পরে সকলে মোনাজাতে অংশ নেন।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, পৌরসভায় এ দুটি নির্মাণ কাজ ছাড়াও আরও কয়েকটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন অপেক্ষামান রয়েছে। রাস্তাগুলোর কাজ সম্পন্ন হলে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।