রৌমারীতে র্যাবের অভিযানে ৬০০টি ইয়াবাসহ এক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার জন্তির কান্দা এলাকা হতে ৬০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ১৪ সেপ্টেম্বর বিকেল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন- রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত বাবুর উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪২)
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জন্তির কান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার দেওয়ানগঞ্জ-রৌমারীগামী সড়কে মেসার্স রুনা মটরস এন্ড অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা মাত্র।
আটক মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।