বকশীগঞ্জে ছাত্রদলের তিন ইউনিটের কমিটি গঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান ও সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী কমিটিগুলোর অনুমোদন দেন।
ছাত্রদলের ইউনিটগুলো হলো বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে জোবাইদুল ইসলাম শামীমকে আহ্বায়ক ও আল আমিনকে সদস্য সচিব করা হয়। পৌর ছাত্রদলে ২১ সদস্য আহ্বায়ক কমিটিতে শাহীন আল মামুনকে আহ্বায়ক ও আহাম্মেদ সায়েমকে সদস্য সচিব করা হয় এবং বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে আপন মিয়াকে আহ্বায়ক ও জহির আহাম্মেদ জিপুকে সদস্য সচিব করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে স্ব স্ব ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদল।