শ্রীলংকা সফরে সাতদিনের কোয়ারেন্টাইন পছন্দ বাংলাদেশের : বিসিবি সিইও

বাংলারচিঠিডটকম ডেস্ক : তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে শ্রীলংকা পৌঁছে জাতীয় দলের সাত দিনের কোয়ারেন্টাইন চায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি বলেন, শ্রীলংকায় পৌছানোর পর কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সেটিই এখন আলোচনার মূল বিষয়।

সিইও জানান, কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশের ইচ্ছার বিষয়টি নিয়ে নিজ দেশের সরকারের সাথে আলোচনা করছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সেই সাথে টাইগারদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছিলা, তা ইতোমধ্যেই দিয়েছে বিসিবি।

নিজামউদ্দিন ১২ সেপ্টেম্বর বলেন, ‘তাদের সাথে সর্বশেষ যোগাযোগের সময় শ্রীলংকা বোর্ড জানিয়েছিল- আমাদের সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। তারপর আমরা আমরা সুচি চুড়ান্ত করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ঠদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তবে তারা কিছু তথ্য জানতে চেয়েছিলো। আমরা তা দিয়েছি। আমরা আশা করি, আগামী দু’দিনের মধ্যে তাদের অনুমতি পাবো।’

একই সাথে তিনি বলেন, বিসিবি লংকান বোর্ডে সাথে যোগাযোগ রাখছে, তারাও সফরের জন্য নিজেদের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ‘আমাদের প্রস্তুতি বেশি দিন স্থগিত করা যাবেনা না। আমরা আমাদের ভ্রমন বুকিং, অনুশীলন এবং ঢাকায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছি।। এভাবেই আমাদের কার্যক্রম চলছে।’

নিজামউদ্দিন বলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাষ্য মতে আমাদের সর্বোচ্চ সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। সেভাবেই আলোচনা চলছে। আমরা যদি, কোয়ারেন্টাইন সাত দিন করতে পারি, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।’

বাংলাদেশ জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলতে লংকা সফর করবে কাকতালীয়ভাবে একই সময়ে হাই পারফরমেন্স দলেরও শ্রীলংকা এইচপি দলের বিপক্ষে সিরিজ রয়েছে।

যেহেতু শ্রীলংকা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য কোন দলকে দিতে পারছে না, তাই বাংলাদেশের এইচপি দলের সাথে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করেছে জাতীয় দল।

তাই সফরের তৃতীয় দিনেই মাঠে নামতে চায় বিসিবি। সিইও বলেছেন, এখনো আলোচনা চলছে। একই সাথে তিনি জানান, কোয়ারেন্টাইন পর্ব সাত দিনের হওয়া উচিত।

তিনি বলেন, ‘এটি ১৪ দিন হবে না। আমরা সাতদিনের পক্ষে। আমরা তৃতীয় দিনই মাঠে নামার পক্ষে। এটি এখনো আলোচনায় রয়েছে।’

sarkar furniture Ad
Green House Ad