নকলায় ফায়ার সার্ভিসের আগুন নেভানোর মহড়া

নকলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগুন নেভানোর মহড়া। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আগুন নেভানোর বিষয়ে সচেতনতামূলক মহড়া করেছে জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ১২ সেপ্টেম্বর সকালে নকলা থানা চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাথেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ।

গ্যাস সিলিন্ডারে আগুল লাগলে কিভাবে দ্রুত গতিতে নিজেই কয়েকটি পদ্ধতি ব্যবহার করে সেই আগুন নেভাতে পারে সেই বিষয়ে হাতে কলমে দেখানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।

sarkar furniture Ad
Green House Ad