শেরপুরে তিন চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চাল আত্মসাত ও টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণের অভিযোগে নলকুড়া ইউপির চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার খায়রুল এনাম চাঁন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী মেম্বার রহিমা বেওয়া।

৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই তিন চেয়ারম্যান-মেম্বারকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে ১৮ মাস ধরে চাল তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড বিতরণ, জি আর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে চালানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সব কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, কিছু অসৎ লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে মন্ত্রণালয়ের নির্দেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।

sarkar furniture Ad
Green House Ad