তুলশীরচরে ত্রাণ বিতরণ, লক্ষ্মীরচরে নির্যাতনের শিকার শিশুর অবস্থা পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
চলতি বছরের তিনবার বন্যায় জামালপুর সদর উপজেলার তুলশিরচর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিন যৌন আক্রমণের শিকার ৫ বছরের শিশুর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জামালপুর সদর উপজেলার ৪ নম্বর তুলশীরচর ইউনিয়নের আনন্দ বাজারে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জামালপুরের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তার জন্য সহায়তার অর্থ পাঠান চট্টগ্রাম থেকে নৌবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফায়াজ ইসলামসহ তার বন্ধুরা। জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের অনুরোধে বিপদাপন্ন প্রতিবন্ধীতার শিকার মানুষগুলোর হাতে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়। এসময় সর্বাত্মক সহায়তা করেন মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘে কর্মরত আরজু আহম্মেদ ও সাব্বির হোসেন রিয়াদ।

তুলশীরচরে ত্রাণ বিতরণ শেষে লক্ষ্মীরচরে গণধর্ষণের শিকার ৫ বছরের শিশুর দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জাহাঙ্গীর সেলিম। এই টাকা অনুদান হিসেবে দেন জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডল।
এসময় তার পরিবারের সাথে বিস্তারিত আলাপ হয়। এখনও ধর্ষণ মামলার আসামি আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় জাহাঙ্গীর সেলিম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনাস্থল থেকেই প্রধান আসামী ধর্ষক আলমগীরকে দ্রুত গ্রেপ্তারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামকে আহ্বান জানান।