ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সোয়াইব নামে দেড়বছর বয়সি এক শিশু মারা গেছে। ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নলকুড়া ইউপির দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। আবু সোয়াইব ওই গ্রামের কাঠমিস্ত্রি শাহীন তালুকদারের ছেলে।

নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, ৪ সেপ্টেম্বর বিকেলে সোয়াইবের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে দীর্ঘক্ষণ ছেলের কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির ভিতর কোথাও না পেয়ে বাইরে বের হয়ে আসেন। এ সময় বাড়ির সামনে পুকুরে ছেলেকে নিস্তেজ অবস্থায় ভাসমান দেখতে পান। পরে সাথে সাথে শিশু সোয়াইবকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

sarkar furniture Ad
Green House Ad