বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাওনা পরিশোধ করবে না যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্ব স্বাস্থ্যর পাওনা ৬২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করবে না যুক্তরাষ্ট্র। ২ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমনটি বলা হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের অন্যান্য সংস্থায় এই অর্থ প্রদান করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন গবেষণা, উৎপাদন এবং সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ‘কোভিড-১৯ ভ্যাকসিন গ্ল্যোবাল অ্যাক্সেস (কোভ্যাক্স)’ নামে একটি উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইতোমধ্যে ১৭০টিরও বেশি দেশ এতে অংশ নিচ্ছে বলে জানিয়েছে। তবে বৈশ্বিক এ উদ্যোগে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, করোনা মহামারি তারা একাই মোকাবিলা করবে। ওই ঘোষণার একদিন পরই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাওনা পরিশোধ না করার বিষয়টি জানানো হলো।

গত জুলাইতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এটি কার্যকর হতে আরো এক বছর সময় লাগবে বলে তখন বলা হয়েছিলো। ধারণা করা হচ্ছিল যে এই সময়ের মধ্যে হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাওনা পরিশোধ করবে যুক্তরাষ্ট্র।

sarkar furniture Ad
Green House Ad