সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে নিহত বাবর আলীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ২ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ নিহতের পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করিব, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সকালে বজ্রপাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

এদিকে ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে দুইজন শারীরিক প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এরা হলেন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া বাঘআছড়া গ্রামের আব্দুর রহিম ও মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের চান মিয়া।