শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান ক্ষেত থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩১ আগস্ট দিবাগত রাতে উপজেলার বিন্নীবাড়ি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, চান্দের নন্নী গ্রামের রিকশাচালক মোফাজ্জল হোসেন ৩১ আগস্ট দুপুরে আমন ক্ষেতে কীটনাশক দেওয়ার কথা বলে রিকশা নিয়ে বিন্নীবাড়ি গ্রামের মাঠে থাকা তার ধান ক্ষেতের উদ্দেশ্যে বেড়িয়ে যান। পরে সারাদিন আর বাড়ি ফেরেননি।
এদিকে বিন্নীবাড়ি রাস্তায় দিনভর রিকশাটি খালি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে দিন গড়িয়ে রাত হলে এলাকাবাসীর কৌতুহল জাগে। পরে রিকশা পর্যবেক্ষণ করে তা মোফাজ্জলের বলে শনাক্ত করে মোফাজ্জলের বাড়িতে খবর পাঠানো হয়। বাড়ির লোকজন ক্ষেতে বিষ দিতে গেছে বলে জানালে তাদের নিয়ে খোঁজতে গিয়ে ক্ষেতেই মোফাজ্জলের লাশ পাওয়া যায়। মোফাজ্জল আগে থেকেই হার্টের সমস্যায় ভোগছিলেন বলে তার পরিবার জানায়। পরিবারের আপত্তি না থাকায় এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।