গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইসলামপুরে আওয়ামী লীগের সভা
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকল শহীদদের জন্য মোনাজাত করা হয়।
সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল তার বক্তব্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।
এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও আহত হন আরও ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়েছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।