মেলান্দহে র্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৯ আগস্ট পৃথক অভিযান চালিয়ে ১৩০টি সেন্ট্রাডল টাপেন্টাডল বড়িসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব -১৪।
র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ আগস্ট দুপুর পৌনে দুটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ওই বাজারের পাশা মার্কেট সংলগ্ন মের্সাস নজরুল ইলেক্ট্রনিক্স দোকানের সামনে রাস্তা থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম মো. জোবায়ের হোসেন (২২)। তিনি মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামের মো. আব্দুল জালালের ছেলে।
আটক মাদক কারবারির কাছ থেকে ৩০টি সেন্ট্রাডল টাপেন্টাডল বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এর আগে র্যাবের আভিযানিক দল ১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মেলান্দহ বাজার এলাকার বড় মসজিদ সড়কের মুকুল প্লাজা সংলগ্ন পলাশ মেডিকেল হলের মধ্যে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করা হয়। তার নাম মো. পলাশ মাহমুদ (৩৫)। তিনি মেলান্দহ উপজেলার বয়রাডাংগা গ্রামের মো. ওবাইদুর রহমানের ছেলে। তার কাছ থেকে ১০০টি সেন্ট্রাডল টাপেন্টাডল বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি মো. জোবায়ের হোসেন ও মো. পলাশ মাহমুদের বিরুদ্ধে মেলান্দহ থানায় পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।