ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষক পেল সার ও বীজ

সার ও বীজ বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট বিকালে সরকারি ইসলামপুর কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় ৫০০ কৃষকের মাঝে সেসব বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

ইসলামপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধানবক্তার বক্তব্য রাখেন কৃষকলীগের সাধারণ সম্পাদক আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি এমপি।

কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কৃষিবিদ শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবলু।

এছাড়াও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বিটু, জামালপুর জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুছ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য মোনাজাত করা হয়।