বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ১৮ আগস্ট দুপুরে সোলার প্যানেল ও সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সোলার প্যানেল ও সরঞ্জামাদী বিতরণ করা হয়।
সোলার প্যানেল বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এ সময় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।