নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম হাসানুজ্জামান খোকন। ১৭ আগস্ট বিকালে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ভোগাই নদীর নিচপাড়া এলাকার বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন স্থানে বালু তোলার ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালুর ব্যবসা করে আসছিলেন হাসানুজ্জামানসহ তার সহযোগীরা। এ নিয়ে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু খেকোদের উচ্ছেদ করা হয়। কিন্তু তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অপচেষ্টা করছিল তারা।

১৭ আগস্ট বিকালে নালিতাবাড়ীর ইউএনও ও নির্বাহী হাকিম আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসানুজ্জামানের ড্রেজার মেশিন জব্দ করা হয়। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

sarkar furniture Ad
Green House Ad