৭ শতাধিক অসহায়কে খাবার খাওয়ালো চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাতশতাধিক মানুষকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে।
চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পাকরুলে সম্প্রতি নদী ভাঙ্গনের শিকার সাতশতাধিক মানুষকে রান্না করা খাবার খাওয়ানো হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাদের খাবার খাওয়ানো হয়।
এ সময় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।