সানন্দবাড়ী মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় শোক দিবস পালিত

শোক দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মুক্তিযোদ্ধা সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ১০টায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ।

এতে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান শিক্ষক গাজী শামছুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যাপক ফতেহুল বারী আকন্দ, সানন্দবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন , এএসআই সোহেল রানা, সাংবাদিক বোরহান উদ্দিন, মোস্তাইন বিল্লাহ ও শিক্ষক আব্দুল বারী ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শাহাদত বরণকারী সবার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সানন্দবাড়ী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ।

sarkar furniture Ad
Green House Ad