দেওয়ানগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিল উদীচী শিল্পীগোষ্ঠী

উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদ। ১৪ আগস্ট উপজেলার আব্দুল খালেক মোমোরিয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ৫ কেজি করে চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, সহ-সাধারণ সম্পাদক এহসানুল হাসিব অনিক, সহ-সভাপতি তাপস কুমার বণিক, রণজিৎ বিশ্বাস খোকন, সন্তোষ কুমার রাজভর, নাট্য সম্পাদক রণজিৎ পোদ্দার, প্রচার সম্পাদক ইকবাল হাসান, দপ্তর সম্পাদক গোবিন্দ সূত্রধর নিরব ও জেলা উদীচীর কার্যকরী সদস্য আবু সাঈদ রিফাত।