ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এম্পাওয়ারিং সেফটি ফর গালর্স প্রকল্পে বিশ্ব চ্যাম্পিয়ন ইউনাইটেড পাবলিক স্কুল ও কলেজ কন্যাশিশু অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ডোয়াইলে ওলামাদলের সংবাদ সম্মেলন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সিএস ফেস্ট ২.০ শুরু ইসলামপুর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত তারা ঘি চায়, আমরা গণতন্ত্র চাই : এম রশিদুজ্জামান মিল্লাত নালিতাবাড়ীতে এক হাজার টাকার জাল নোটসহ যুবক আটক কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ম্যারাথনে অংশ নেন ৬০০ দৌড়বিদ জামালপুরে জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

আটক তিন সন্ত্রাসী ও উদ্ধার করা বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র। ছবি : বাংলারচিঠিডটকম

আটক তিন সন্ত্রাসী ও উদ্ধার করা বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অস্ত্রসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। ১১ আগস্ট রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলারে বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি পাসপোর্ট এবং দুইটি মোবাইল সেটসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আটকরা হলেন- ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮), টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুরের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এ প্রতিবেদককে জানান, ১১ আগস্ট রাত ১১টায় র‌্যাব ভবানীপুর আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় তার ঘরের পশ্চিমপার্শ্বের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশী পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং তাকেসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্দীঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও অপরাধ অপর্কম করে আসছিল বলে স্বীকার করেছে। অস্ত্র ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে বলেন, র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ১২ আগস্ট বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এম্পাওয়ারিং সেফটি ফর গালর্স প্রকল্পে বিশ্ব চ্যাম্পিয়ন ইউনাইটেড পাবলিক স্কুল ও কলেজ

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৬:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
আটক তিন সন্ত্রাসী ও উদ্ধার করা বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্র। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অস্ত্রসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৪। ১১ আগস্ট রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলারে বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি পাসপোর্ট এবং দুইটি মোবাইল সেটসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আটকরা হলেন- ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮), টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫) ও একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮)।

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুরের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এ প্রতিবেদককে জানান, ১১ আগস্ট রাত ১১টায় র‌্যাব ভবানীপুর আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় তার ঘরের পশ্চিমপার্শ্বের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশী পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং তাকেসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্দীঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও অপরাধ অপর্কম করে আসছিল বলে স্বীকার করেছে। অস্ত্র ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে বলেন, র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর ১২ আগস্ট বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।