দেওয়ানগঞ্জে বঙ্গমাতার জন্মবাষির্কী উদযাপন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিতুলান্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৮ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও দরিদ্র অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা মহিলা লীগের সভাপতি নাজনীন বেগম ও উপকারভোগীবৃন্দ।