নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার জোকারপাড়া থেকে ৩৯টি টাপেন্টা বড়িসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। ৭ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন জোকারপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. দৌলত শেখ (৩১) ও মৃত খেজুর উদ্দিন শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৯)।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের কেন্দুয়া কালিবাড়ী-হাসিল বটতলা সড়কে স্থানীয় সিরাজুল ইসলামের বসতবাড়ির পশ্চিম পাশে রাস্তা থেকে মাদক কারবারি দৌলত শেখ ও সিরাজুল ইসলামকে আটক করা হয়।
আটক মাদক কারবারিদের কাছ থেকে ৩৯টি টাপেন্টা ১০০ মিলিগ্রাম বড়ি এবং একটি মোবাইল সেট উদ্ধারের পর জব্দ করা হয়। টাপেন্টাগুলোর আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা মাত্র।
আটকদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।