গণপরিবহনে বেশি ভাড়া আদায় ও মাস্ক না থাকায় বকশীগঞ্জে ৯ জনকে জরিমানা

ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঈদ পরবর্তী ঢাকা গামী যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে বিভিন্ন বাস মালিক, সিএনজি চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কয়েকজন যাত্রী ও পথচারীকে মাস্ক ব্যবহার না করায় তাদেরকেও জরিমানা করা হয়।

৬ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ. স. ম. জামশেদ খোন্দকার বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়, সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস মালিক, সিএনজিচালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার না করার কারণে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৯টি মামলায় মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।