সানন্দবাড়ীতে ২ মাদক কারবারি আটক

আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় ৫ আগস্ট অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক মাদক কারবারিরা হলেন চর আমখাওয়া ইউনিয়নে কামারের চর চরপাড়া গ্রামের হাকিমুউদ্দিনের ছেলে আব্দুল আলীম (৪০) ও আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০)।

পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল আলীম ও রিপন মিয়াকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ১০০টি ইয়াবা পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad