গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে ইব্রাহিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ আগস্ট সকালে চর আমখাওয়া ইউনিয়নের পশ্চিম কামারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃগী রোগ ছিল।
ইব্রাহিম ওই গ্রামের আব্দুল বারেক আলীর ছেলে।
জানা গেছে, ইব্রাহিম ৬ আগস্ট সকাল ১১টার দিকে তাদের বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যান। এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হোন তিনি। অনেক খোঁজাখুজিঁর পর বাড়ির পাশে বিলের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পানিতে ডুবে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ইব্রাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃগী রোগ ছিল এবং তিনি সাঁতার জানতেন না। গোসলের এক পর্যায়ে মৃগী রোগ ওঠে পানিতে পড়ে গিয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। ৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত ইব্রাহিমকে দাফন করা হয়।
চর আমখাওয়া ইউপি সদস্য হাফেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।