নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজার থেকে ৫ আগস্ট রাতে আট বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
আটক মাদক কারবারি হলেন মো. মোস্তফা (৫৮)। তিনি উপজেলার বালিজুড়ি গ্রামের মো. মফিজুল হকের ছেলে।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৫ আগস্ট রাত আটটার দিকে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় বালিজুড়ি বাজারের রুমাইশা টেলিকম স্টুডিও এন্ড মোবাইল সার্ভিসিং এর সামনে রাস্তা থেকে মাদক কারবারি মোস্তফাকে আটক করা হয়। তার কাছ থেকে আট বোতল বিদেশি মদ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা মাত্র।
আটক মাদক কারবারির বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।