নালিতাবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই কলেজের নৈশ প্রহরী আনোয়ার হোসেনের ছেলে। ৫ আগস্ট সকালে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-পোড়াগাঁও হাজী নূরুল হক মৈত্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কলেজের সামনের সড়ক পার হচ্ছিল সোহান। এসময় বারমারী বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সোহান। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী নন্নী-বারমারী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।