সানন্দবাড়ীতে দুই মাথাওয়ালা মহিষের বাচ্চার জন্ম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামে এক মহিষ দুই মাথাওয়ালা বাচ্চার জন্ম দিয়েছে। ৪ আগস্ট সকালে ওই গ্রামের ফুলচান মন্ডলের এক মহিষ দুই মাথাওয়ালা বাচ্চা প্রসব করে।
বাচ্চাটি চারটি পা, একটি লেজ, চারটি চোখ, দুটি মুখ, দুটি মাথা, চারটি কান নিয়ে জন্মে। তবে জন্মের কিছুক্ষণ পর বাচ্চাটি মারা যায়। বাচ্চাটি দেখার জন্য ফুলচান মন্ডলের বাড়িতে শতশত লোকজন ভিড় করে।