বন্যার পানিতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের তিনদিন পর আইয়ুব আলী নামে এক মধ্য বয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া এলাকার পোড়াগড় খাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইয়ুব আলী ওই এলাকার মৃত টুংরা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ওসি তদন্ত বন্দে আলী মিয়া জানান, গত তিনদিন আগে বন্যার পানিতে মাছ শিকার করতে আইয়ুব আলী বাড়ি থেকে বের হয়। এ দীর্ঘ সময়েও ওই ব্যক্তি বাড়ি না ফেরায় স্বজনরা নানা স্থানে খোঁজ খবর নেন। কিন্তু তাকে খুঁজে পেতে বিফল হন। ১ আগস্ট দুপুরে স্থানীয় হুদার বাড়ির পাশে পোড়াগড় খালে আইয়ুবের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

লাশের সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ওসি আরও বলেন, ওই স্থান থেকে একটি টর্চ লাইট ও মাছ ধরার কুচা পাওয়া গেছে।

sarkar furniture Ad
Green House Ad