শেরপুরের ৯টি গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

আগাম ঈদুল আজহার জামাতে অংশ নেন মুসল্লীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের ৯টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। ৩১ জুলাই সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক স্থানে মুসল্লীরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনপরচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি জামাতে দেড় থেকে দুই শতাধিক মুসল্লী অংশ নেন। ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায়। নামাজের পর মুসুল্লিরা অংশ নেন প্রীতিভোজে এবং পরে তারা গরু-ছাগল কোরবানি করেন।

sarkar furniture Ad
Green House Ad