কাভার্ড ভ্যান কেড়ে নিল রাজীবের ঈদ আনন্দ
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজীব মিয়া নামে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। ৩১ জুলাই সকালে উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই কাভার্ড ভ্যানের চালক কাওসার ও হেলপার মিলন আহত হয়েছে। তারা দুজনেই বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাজীব ওই গ্রামের নেকবর আলীর ছেলে। তিনি ঢাকার একটি গাড়ির বডি নির্মাণ কারখানায় চাকরি করতেন। ঈদ উপলক্ষে ৩১ জুলাই ভোরেই রাজীব ঢাকা থেকে নিজ বাড়ি নকলায় আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন জানান, সকালে রাজীব ঢাকা থেকে কুর্শা বাদাগৈড় পৌঁছে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করেন। ওই চায়ের দোকান থেকে তার বাড়ি পায়ে হেঁটে দুই মিনিটের পথ। পরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢাকা-শেরপুর মহাসড়ক পার হতে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান সজোরে রাজীবকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয়। অন্যদিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছে আছড়ে পড়ে উল্টে যায়। এ সময় চালক ও হেলপার আহত হয়। আহত চালকের বাড়ি পল্টনপাড়া, রায়পুরা নরসিংদী। আর হেলপারের বাড়ি ভৈরবে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।