ইসলামপুরে ৪০০ বন্যার্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে ৩০ জুলাই বিকালে ৪০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী তুলে দেন। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, আধা কেজি নুডুলস, পানি বিশুদ্ধ করার বড়ি ও ১টি করে মাস্ক রয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, যুবনেতা রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।